আবারো ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ। স্কুল পড়ুয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, মেলাঘর ইন্দিরা নগর আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা সামসু মিয়ার ছেলে মোঃ মইনুদ্দিন এবং তার মামাতো ভাই মোঃ রাকিব কুলু বাড়ি থেকে বাইকে করে মেলাঘর উদ্দেশ্যে আসছিলেন। তারা বটতলী ল্যাংটা দরগার কাছে আসতেই অপর দিক থেকে আসা একটি বাস গাড়ির সাথে সংঘর্ষ হয়। এতে সোহাগ মিয়া, অল্প বিস্তর আহত হন। সেখান থেকে সোহাগ মিয়া একটি গাড়ি করে মেলাঘর হাসপাতালে আসে, তারপর কর্তব্যরত চিকিৎসক সোহাগ মিয়াকে একটি ইঞ্জেকশন পুশ করেন, আর ইনজেকশন পুশ করার পর মুহূর্তের মধ্যে সোহাগ মৃত্যুর কোলে ঢলে পড়েন। তারপরেই মৃত ছেলেটির পরিবার অভিযোগ তুলে চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে। এদিকে মৃতার আত্মীয়-স্বজন উত্তেজিত হয়ে হাসপাতালে গিয়ে ভাঙচুর চালায়। এরপর মেলাঘর থানার পুলিশ, ঘটনাস্থলে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করেন। মৃতার পরিবারের অভিযোগ ডাক্তারের ভুল চিকিৎসায় সোহাগের মৃত্যু হয়েছে। মৃত পরিবারের লোকজন চিকিৎসকের শাস্তির দাবি জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *