প্রত্যাশা মতোই অযোধ্যা রাম মন্দিরে এক আশ্চর্য রীতির সাক্ষী থাকল সারা পৃথিবী। রামলালার কপালে ঠিক দুপুর ১২ টার সময় এসে পড়ল সূর্যের আলো। বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্য নিয়ে সৃর্যের আলো পৌঁছে গেল রামলালার ললাটে। এঁকে দিল সূর্যতিলক। সূত্রের খবর, প্রতি রাম নবমীর দুপুরেই সূর্যের আলোর একটি রশ্মি সরাসরি রামলালার মূর্তির কপালে এসে পড়বে। আর এই কাজ সম্ভব হবে বহু বিজ্ঞানীর অক্লান্ত গবেষণায়। কারণ সূর্যরশ্মিকে প্রতিফলিত করার এই যে উপায়, তা কিন্তু খুব সরল নয়। বহুদিনের গবেষণার ফল।